নিজস্ব প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সদ্যঘোষিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা।
শনিবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই মশাল মিছিল বের করেন তারা।
মশাল মিছিলে পদবঞ্চিত প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন। এসময় নেতাকর্মীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টি থেকে মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে স্লোগান দিতে থাকেন।পরবর্তীতে মিছিল নিয়ে তারা পুরান ঢাকার রায়সাহেব বাজারসহ বিভিন্ন সড়কে শোডাউন দেন।
এ সময় ‘অবৈধ কমিটি মানি না মানবো না,`পকেট কমিটি মানি না মানবো না’ বলে নানা স্লোগানও দেন তারা।
পদবঞ্চিত নেতাকর্মীরা জানান, অছাত্র, অনিয়মিত ও ছাত্রলীগের কর্মী নিয়ে জবি ছাত্রদলের আহবায়ক কমিটি করা হয়েছে। এটি একটি পকেট কমিটি হয়েছে। এখানে অনেক ছাত্রলীগের লোকজন রয়েছে। আমরা এ কমিটিকে প্রত্যাখান করছি। ত্যাগীদের মূল্যায়ন করে নতুন করে কমিটি দেওয়ার দাবি জানাচ্ছি।
সাবেক কমিটির ২নং যুগ্ম সম্পাদক সম্পাদক সাইফুল ইসলাম সবুজ বলেন, এই আহবায়ক কমিটিতে বৈষম্য করা হয়েছে। এই কমিটিতে শুধুমাত্র যারা মাইম্যান তাদের পদ দেওয়া হয়েছে। বিগত ১৭ বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের বঞ্চিত করা হয়েছে। এই কমিটিতে সভাপতি সেক্রেটারির অনুসারীদের বসানো হয়েছে। আমরা এই কমিটি একদিনের জন্যও মানি না। এই কমিটি বিলুপ্তি চাই আমরা।
কমিটি বাতিল চেয়ে জবি ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মামুন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সুপার ইউনিট। এই ইউনিটের এরকম একপেশি, নিজের লোকজন, নব্য যোগদানকারী আন্দোলনে নিষ্ক্রিয় এবং অযোগ্য লোকজনদের নিয়ে কমিটি গঠনে ছাত্রদলের প্রকৃত ত্যাগী নেতাকর্মীরা হতাশ ও বিক্ষুদ্ধ। আমরা চাই আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিবেন।
বিক্ষোভকারী আতিকুর রহমান তানজিল বলেন, জবি ছাত্রদলের ফ্যাসিবাদী শক্তির মোকাবিলায় সম্মুখে থাকা ও দলের প্রতি আনুগত্যশীলদের বাদ দিয়ে বৈষম্যমূলক কমিটি দিয়েছে। তারেক রহমানের কথা ছিলো মিছিলের শেষ ছেলেটাও যেন একটা পরিচয় পায়। সেই নির্দেশনা মানা হয়নি। এর প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করেছি।
বিক্ষোভে শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিল্লাত পাটোয়ারী, জাফর মাহমুদ, ইমরান মোল্লা, হান্নান মাহমুদ, মহব্বত হোসেন বাবু, শাহাদাত হোসেন, নিবির মুন্সি, রাজু আহম্মেদ, আহসান মল্লিক, তুষার পাল, আহমেদ কাউসার আকাশ, মিয়া রাসেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান হিমেলকে আহবায়ক ও বাংলা বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী শামসুল আরেফিনকে সদস্য সচিব করা। কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী ৪৫ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণার জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।