17.6 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ’ ভাইরাল লাইনটি নিয়ে যা জানা গেল

print news

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া গান ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ’ শোনা যাচ্ছে সবখানে—বিয়ে বাড়ি, বনভোজন থেকে শুরু করে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মেও ট্রেন্ডিংয়ে রয়েছে গানটি। কিন্তু গানটির আসল অর্থ কী? এটি আনন্দের নাকি বেদনার—জানেন কি?

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘ননী’ হলো এক তরুণীর নাম, যার সঙ্গে এক দরিদ্র যুবকের প্রেম ছিল। তবে আর্থিক কারণে ননীর পরিবার প্রেমিককে প্রত্যাখ্যান করে এবং অন্যত্র বিয়ে দিয়ে দেয়। প্রেমিক যখন ফিরে এসে জানতে পারে ননীর বিয়ের কথা, তখন কষ্টে ভেঙে পড়ে এবং অভিমানে গানটি গেয়ে ওঠে।

এই হৃদয়বিদারক গানটি মূলত ওড়িশার সম্বলপুর অঞ্চলের লোকসংগীত। এটি প্রথম রেকর্ড করা হয়েছিল ১৯৯৫ সালে, পরে ২০০৫ সালে গানটির মিউজিক ভিডিও তৈরি করা হয়। ভিডিওর পরিচালক মানবভঞ্জন জানান, এতে এক গরিব কৃষকের চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে, যে প্রেমিকার বিচ্ছেদে কষ্ট পেয়ে গানটি গায়।

গানটি নতুন করে ভাইরাল হওয়ার পর এর গায়ক সত্য অধিকারী ও মডেল শৈলাজা প্যাটেল নিয়েও ব্যাপক অনুসন্ধান চলছে। ইতোমধ্যে গুগলে গানটি নিয়ে কয়েক কোটি সার্চ হয়েছে। হৃদয়স্পর্শী সুর ও ব্যথাতুর কাহিনির জন্যই ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ’ শ্রোতাদের মনে গভীর ছাপ ফেলেছে।

ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ গানের বাংলা অর্থ:

প্রতিদিন ছোট ছোট আনন্দ দেওয়ার চেষ্টা করতাম / প্রতিদিন বিনোদন ও আনন্দের ব্যবস্থা করতাম / আমি তোমার মাকে প্রতিশ্রুতিও দিয়েছিলাম / অনেক বার বলেছি, আমার কাছে কেমন ছিলে তুমি / আমি যখন আমার গ্রাম থেকে ফিরলাম, তুমি কী করে সব ভুলে গেলে? / এটা সত্যিই লজ্জার, ননী / তুমি শুধুই সম্পত্তি দেখলে, কিন্তু আমার ভালোবাসার প্রকৃত মূল্য দিতে পারলে না / তুমি সোনা ও দামি গয়না চিনতে পেরেছ। কিন্তু, প্রকৃত মানুষ চিনতে পারোনি / আমার সম্পত্তির অভাব ছিল বলে তুমি আমাকে এভাবে ছেড়ে দিয়েছো / তুমি বুঝতে পারোনি যে, যার কাছে সম্পদ আছে, তার হৃদয় নেই / তুমি আমাদের অতীতের সব কথাও ভুলে গিয়েছো।

আমি তোমার কথা রেখেছি, তোমায় দেয়া প্রতিশ্রুতি পূরণ করেছি। তুমি যা চেয়েছো সবই করেছি / আমি তোমাকে সব রকম উপহার কিনে দিয়েছি / আমি রঙিন সুতো রেখেছিলাম আমার ভালোবাসার চিহ্ন হিসেবে / এমনকী আমি আমাদের বাড়িতে অনুষ্ঠানের জন্য একটি ছাগলও কিনেছিলাম / তুমি আমার সব আশা নষ্ট করে দিলে। ননী, কেন তুমি আমাকে এই ব্যথা দিলে? / আমি গ্রাম থেকে ফিরে দেখলাম, তুমি কী করে সব ভুলে গেলে? / লজ্জার ননী / এটা অত্যন্ত লজ্জার।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ