আকাশ সরকারঃ নারায়ণগঞ্জে কুখ্যাত সন্ত্রাসী লিমন ও জনি নামের দুই ব্যাক্তিকে আটক করেছে ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম শরীফ। জানা যায়, লিমন ও জনির নামে হত্যা, ভূমিদস্যু, মাদক ব্যবসা,এবং মার্কেটের চাঁদাবাজীর মামলা রয়েছে। গোপন সুত্রে পাওয়া ছাত্রলীগের এই লিমন বৈষম্য বিরোধী আন্দোলনে সিফাত নামের এক শিক্ষার্থীকে সরাসরি গুলি করে নিহত করে ।৫ এ আগস্ট আওয়ামিলীগ সরকার ক্ষমতাচ্যুত্ত হওয়ার পরই লিমন আত্মগোপনে চলে যায়। আওয়ামিলীগ থাকা কালিন সময়ে জায়গা দখল,চাঁদাবাজি,এবং বিভিন্ন সময়ে নানা অপকর্মে লিপ্ত ছিলো লিমন এবং নারায়ণগঞ্জের ত্বকী হত্যার আসামি শহ-নিজামের অস্ত্রের ভান্ডারের দায়িত্ব রত ছিলো। অতঃপর অদ্য সকাল ১১ ঘটিকায় ফতুল্লা থানাধীন সস্তাপুর এলাকা হতে তাকে গেফতার করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।