14.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা লাঞ্ছিতের ঘটনায় আটক ৫

print news

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ফুটেজ দেখে ৫ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আক্তার উজ জামান।

উক্ত ঘটনায় সোমবার রাতে থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার সহিত জড়িত সন্দেহে তাদের আটক কর হয়।

আটককৃতরা হলেন—ইসমাইল হোসেন মজুমদার (৪৩), জামাল উদ্দিন মজুমদার (৫৮), ইলিয়াছ ভূঁইয়া (৫৮), আবুল কালাম আজাদ (৪৮) ও ইমতিয়াজ আব্দুল্লাহ সাজ্জাদ (১৯)। আটককৃত পাঁচ জনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ওসি জানান, এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। তবে আবদুল হাই কানু থানায় এসে অভিযোগ করবে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগ রক্ষা করে কালক্ষেপণ করছে।

গত রোববার দুপুরে ওষুধ কিনতে বাড়ির কাছের বাজারে যাওয়ার পর স্থানীয় জামায়াত কর্মী আবুল হাসেমের নেতৃত্বে ১০-১২ জন আব্দুল হাই কানুকে জুতার মালা পরিয়ে দেন। আবদুল হাই কানুকে লাঞ্ছিত করার ওই ঘটনার ভিডিও রোববার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে।

আব্দুল হাই বর্তমানে ফেনীতে তার ছেলের সঙ্গে অবস্থান করছেন এবং সেখানে চিকিৎসা নিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ