অনলাইন ডেস্ক : জোরপূর্বক শ্রম আদায়ের অভিযোগ তুলে চীনের ৩৭ কোম্পানির পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে নিষেধাজ্ঞা আরোপকৃত চীনা কোম্পানির সংখ্যা দাঁড়ালো প্রায় ১৫০টিতে।
এএফপি জানিইয়েছে, নতুন করে নিষেধাজ্ঞার আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলো খনি, পোশাক এবং সোলার শিল্প সংশ্লিষ্ট। এসব কোম্পানি চীনের জিনজিয়াং অঞ্চলে খনিজ পদার্থ প্রস্তুতকরণ এবং তুলা রপ্তানিকরণের কাজ করে।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সেক্রেটারি আলেজান্দ্রো মায়োরকাস বলছেন, চীন-ভিত্তিক ৩৭টি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্ট-এর ভিত্তিতে। এর ফলে এসব কোম্পানি পণ্য আমেরিকাতে প্রবেশ করতে পারবে না।
প্রসঙ্গত, উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন ২০২১ সালে আমেরিকাতে আইনে পরিণত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।