17.6 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট; ভোগান্তিতে চিকিৎসাপ্রার্থী

print news

চারঘাট প্রতিনিধি :

৫০ শয্যা বিশিষ্ট চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে ব্যহত হচ্ছে চিকিৎসা সেবা। রয়েছে বিভিন্ন পদের কর্মচারী সংকট। প্রায় ৩ লক্ষ জনবসতির চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল এ হাসপাতালটি নিজেই আজ ভালো নেই। এতে চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছেন উপজেলার সাধারন জনগন। চিকিৎসা সেবার মান নিশ্চিতে মনিটরিং জোরদার ও সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার দাবি জানিয়েছেন এলাকার সাধারন মানুষ।

হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহত্তর জনগোষ্ঠীর চিকিৎসাসেবা প্রদানের জন্য ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে অনুমোদিত চিকিৎকের পদ রয়েছে ৩১টি। তবে শুন্য রয়েছে ২৪টি পদ। মাত্র ৭জন চিকিৎসক দিয়ে চলছে হাসপাতালটি। ক্লিনার ৫ জনের স্থলে রয়েছে ১জন এবং আয়া ২টি পদ শুন্য। প্রায় এক বছর ধরে কার্ডিওলোজি, অর্থপেডিক্স, সার্জারি, ইএনটি, অপথোমেলোজি ও সাজারি বিভাগে চিকিৎসক নেই। টেকনেশিয়ান ও অপারেটরের অভাবে পড়ে আছে এক্সরে , ইসিজি ও সনোরোজিষ্ট মেশিন। বদলী, প্রশাসনিক কাজ, ডেপুটেশন ও উচ্চতর শিক্ষা ছুটিতে থাকায় হাসপাতালে রোগীদের অন্যান্য সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্মরত ডাক্তার, নার্সদের।

চিকিৎসা সেবায় এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে চিকিৎসা নিতে আসার রোগীদের অভিযোগের অন্ত নেই। প্রয়োজনীয় চিকিৎসা নিতে আসা রোগীরা পদে পদে ভোগান্তির শিকার হচ্ছেন। চিকিৎসক সংকটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও রোগীরা কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতালের বহি:বিভাগে প্রতিদিন গড়ে প্রায় ৫শ রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। মাত্র ৭ জন মেডিকেল অফিসার দিয়ে রোগীদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন মেডিকেল অফিসার ডা: দিপ্ত কুমার দাস। চিকিৎসক সংকটে আমাদেরকে অতিরিক্ত চাপ নিয়ে কাজ করতে হচ্ছে বলে জানান তিনি।

সহকারী ডেন্টাল সার্জন ডা: গিয়াস উদ্দীন জানান, প্রায় ৫ বছর যাবৎ এ হাসপাতালে কর্মরত রয়েছি। অত্র হাসপাতালে নামে মাত্র ডেন্টাল ইউনিট রয়েছে। ডেন্টাল চিকিৎসার জন্য নুন্যতম প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম নাই। একাধিক বার উর্ধতন কর্মকর্তার নিকট চিকিৎসার সরঞ্জামদীর চাহিদা দিলেও না পেয়ে তিনি হতাশ বলে জানান। তাই রোগীদের শুধুমাত্র পরামর্শ প্রদান করেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে অভিযোগ করে বলেন, ডাক্তার সংকটে অধিকাংশ ক্ষেত্রে তাদের অবৈধভাবে গড়ে উঠা স্থানীয় ক্লিনিকগুলোতে গিয়ে অতিরিক্ত ফি’র বিনিময়ে চিকিৎসা সেবা নিতে হয়। সরেজমিনে গিয়ে শনিবার ১২ টায় হাসপাতালে আউটডোরে কোন চিকিৎসককে চিকিৎসা সেবা দিতে দেখা যায়নি। চিকিৎসাসেবা নিতে আসা মিয়াপুর গ্রামের মায়েন উদ্দীন জানান, এ হাসপাতালটিতে চিকিৎসা সেবার মান নাই বললেই চলে। এছাড়া দিনে কয়েকজন চিকিৎসকের দেখা মিললেও রাতে চিকিৎসকের দেখা মেলা ভার।

হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা: শাওন কুমার দাস বলেন, হাসপাতালে কনসালটেন্টসহ চিকিৎসক সংকটে রয়েছে। এতে কিছুটা সমস্যাতো হচ্ছে। শতভাগ ইচ্ছে থাকলেও অতিরিক্ত চাপ ও দায়িত্ব নিয়ে চিকিৎসাসেবা দেয়া কঠিন হয়ে পড়ছে। তবে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পদের ডাক্তার, টেকনিশিয়ান ও অপারেটরদের চাহিদা উর্দ্ধতন কর্মকর্তাদের নিকট পাঠানো হয়েছে। অতি শীঘ্রই চিকিৎসক সংকটের সমস্যা সমাধান করা হবে বলে জানান চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প:প: কর্মকর্তা ডা: তৌফিক রেজা।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ