বাঘা প্রতিনিধি রাজশাহী : রাজশাহীর চারঘাটে টপ টেন এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানা উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে চারঘাট উপজেলার মৌগাছী এলাকায় প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন টপটেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুঞ্জুরুল ইসলাম রাসেল।
টপ টেন এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পরিচালক প্রশাসন আনোয়ার হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, টপটেন গ্রুপের অ্যাডভাইজার আব্দুল্লাহ আল-ফাইন, ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম, পরিচালক বিপণন সেলিম রেজা, পরিচালক ফিন্যান্স রোকসানা ইয়াসমিন, পরিচালক উৎপাদন রোমান আলী প্রমুখ।
এসময় আবু সাঈদ চাঁদ বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে আমরা কাজ করে যাচ্ছি। এখন মাঠে মাঠে যে পরিমাণ গমের চাষ হচ্ছে, তাতে কৃষকরা লাভবান হবে। এই টপটেন এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ মানুষের কল্যাণে কাজ করবে এটা প্রত্যাশা করছি।
টপ টেন এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য মানুষের আস্থায় রূপান্তরিত হবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আবু সাঈদ চাঁদ।