26.7 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

চারঘাটে জেলা ডিবির অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

print news

নিজস্ব প্রতিনিধি চারঘাট : রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে ৫৪ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত (২৪ ফেব্রুয়ারি ২০২৫) চারঘাট থানার মোক্তারপুর পাকিয়ানপাড়া গ্রাম হতে রাত ৯ টার দিকে তাদের গ্রেপ্তার করে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা মোঃ সোহাগ হোসেন (২২) ও মোঃ সাব্বির হোসেন (২৮)। সোহাগ চারঘাট মোক্তারপুর পাকিয়ানপাড়া গ্রামের মোঃ গোলাম রব্বানীর ছেলে এবং সাব্বির মোক্তারপুর মাস্টারপাড়া গ্রামের মৃত তাজ উদ্দিনের ছেলে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম।

বিজ্ঞপ্তিতে আরো জানান, রাজশাহী জেলার ডিবি’র এসআই মোঃ মাহাবুব আলম ফোর্সসহ গত (২৪ ফেব্রুয়ারি) রাতে চারঘাট তালতলা বাজার এলাকায় ডিউটি করছিল। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট মোক্তারপুর পাকিয়ানপাড়া গ্রামে গ্রেফতারকৃত সোহাগের বাড়ীর উত্তর পার্শ্বে বাঁশবাগানের ভিতরে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।

এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি’র এসআই মোঃ মাহাবুব আলমের নেতৃত্বে ডিবি পুলিশের ওই টিম রাতেই অভিযান পরিচালনা করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টাকরলে ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ সোহাগ হোসেনকে আটক করে তার দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের ব্যাগের মধ্য থেকে অবৈধ মাদকদ্রব্য ৫৪ বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে গ্রেফতার করে।

উল্লেখ্য যে, ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় অভিযুক্ত চারঘাটের মাদককারবারি মোঃ জরিপ নামের এক ব্যক্তি ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্ত মোঃ জরিপের বিরুদ্ধে রাজশাহী জেলায় একাধিক মাদক মামলা রয়েছে। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ফেন্সিডিল উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ