
নিজস্ব প্রতিনিধি চারঘাট : অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিবাদ্য বিষয়ক সামনে রেখে রাজশাহীর চারঘাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শনিবার সকালে স্বেচ্ছাসেবী সংস্থা থানাপাড়া সোয়ালোজ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে সোয়ালোজ ট্রেনিং সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
থানাপাড়া সোয়ালোজ এর নির্বাহী কর্মকর্তা রায়হান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল। সভায় আরও বক্তব্য দেন সোয়ালোজ এর পরিচালক ও নারীপক্ষের সাবেক সভাপতি মাহমুদা বেগম গিনি, জেনারেল ম্যানেজার মাইনুল হক সান্টু, সুপারভাইজার তানিয়া শারমিন লিনা, উৎপাদনকারী আরিফা বেগম, নাসিমা আক্তার, নিপা আক্তার। সভায় আরও উপস্থিত ছিলেন সংস্থার বিভিন্ন প্রকল্পের কর্মকর্তাবৃন্দ ও হস্তশিল্প প্রকল্পের উৎপাদনকারীগন।
সভায় বক্তাগন বলেন, আজকে বিচারবিভাগ, প্রশাসন, শিক্ষা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে নারীরা অভাবনীয় সাফল্য রেখে চলেছে। নারী উন্নয়নে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই কাজ করবে এটাই সবার প্রত্যাশা।