
আল মামুন তুষার চারঘাট প্রতিনিধি : চারঘাটে দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী নিরবের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে শনিবার বিকেলে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে নিরবের বাড়িতে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদত ডা. রফিকুল ইসলাম ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ সহ বিএনপির নেতাকর্মীরা ছুটে যান নিরবের বাড়িতে। এ সময় তারা মেডিকেলে পড়াশোনার বই, সামগ্রী ও নগদ অর্থসহায়তা তুলে দেন নিরবের হাতে।
উপজেলার সরদহ ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের দরিদ্র রিক্সা চালক মিজানুর রহমানের ছেলে নিরব এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সুযোগ পেয়েছেন। ছেলের এমন সাফল্যে পরিবারের সবাই খুশি হলেও মেডিকেলে ভর্তি ও পড়াশোনার খরচ চালিয়ে নিতে দুশ্চিন্তায় ছিলেন নিরব ও তার পরিবারের সদস্যরা। দরিদ্র মেধাবী শিক্ষার্থী নিরবের এমন খবর তারেক রহমানের দৃষ্টিগোচর হওয়ার পর তিনি তার জন্য অর্থসহায়তা পাঠান।
শনিবার বিকেল পাঁচটার দিকে তারেক রহমানের নির্দেশে বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রঅিকুল ইসলাম এবং কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহবিএনপির নেতাকর্মীরা বালিয়াযাঙ্গা গ্রামে নিরবের বাড়িতে গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর মেডিকেলের প্রথম বর্ষের বই ও ভর্তির টাকা নিরবের হাতে তুলে দেন।
এসময় ডা. রফিকুল ইসলাম বলেন, ৫২-এর ভাষা আন্দোলন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচার পতন, কিংবা ২৪-এর জুলাই অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ বাঁকে ছাত্র রাজনীতির অংশগ্রহণ গড়ে দিয়েছে নতুন অধ্যায়। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির নামে যে সন্ত্রাস ছাত্রলীগ কায়েম করেছে তার জুজু দেখিয়ে গৌরবময় ছাত্র রাজনীতিকে বাংলাদেশ থেকে মুছে ফেলার এ ঘৃণ্য প্রয়াস প্রকারান্তরে একটি গুপ্ত সংগঠনকে মৌলবাদী রাজনীতি করার ফ্রি পাস দেওয়ার শামিল।
তিনি আরও বলেন, মাথাব্যাথা হলে মাথা কেটে ফেলা যেমন সমাধান না, তেমনি অতীত সরকারের আমলে ছাত্র রাজনীতির কালো অধ্যায়ের সমাধান ছাত্র রাজনীতিবিহীন শিক্ষাপ্রতিষ্ঠান নয়। বরং অতীত ঐতিহ্য পুনরুদ্ধারে বুদ্ধিবৃত্তিক গঠনমূলক শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতি আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে।