
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে আহত কৃষককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি চাপাইনবয়াবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে আহত কৃষক কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সকাল সাড়ে ১১ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি পাঠানো হয়। গুলিবিদ্ধ কৃষক হাবিল (৩০) আজ ভোর সাড়ে ৪ টার দিকে গমের জমিতে পানি দিতে গিয়ে গুলিবিদ্ধ হন। তার পিতার নাম মোহাম্মদ বিলাল উদ্দিন। তিনি শিবগঞ্জ থানার তেলকুপি গ্রামের বাসিন্দা। গুলিবিদ্ধ হাবিলের স্বজনরা জানান, আজ ভোর ৪ টায় গম খেতে পানি দিতে গেলে ভারতের বিএসএফ শট গানের গুলি ছুড়লে ভিকটিমের পিটের নিচে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার আজ সকাল সাড়ে ১১ টায় ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, শরীরের গুলিবিদ্ধ থাকায় এখনো আশঙ্কাজনক অবস্থায় আছে। গুলিবিদ্ধ রুগীকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার পিঠের ডান পাশে গুলি লেগেছে। গুলিটি এখনো বের করা সম্ভব হয়নি। গুলি বেট করার জন্য অপারেশন থিয়েটারে নেয়া হচ্ছে।