14.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

print news

নিজস্ব প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহিদুল ইসলাম নামে বাংলাদেশি তরুণ গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার আজমতপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে আজমতপুর সীমান্তের আন্তর্জাতিক ১৮২ মেইন পিলার থেকে ১৩০ গজ দূরে বিএসএফের গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঐ সময় সেখানে তিন রাউন্ড গুলির শব্দ আমরা শুনতে পেয়েছি। তবে স্থানীয়রা সাংবাদিকদের জানান, বিএসএফ সেখানে ৮ থেকে ৯ রাউন্ড গুলি করেছে।

বিজিবির অধিনায়ক আরও জানান, কয়েকজন চোরাকারবারী গভীর রাতে সীমান্ত পেরিয়ে ভারতে ফেনসিডিল আনতে যায়। এ সময় শহিদুল ইসলাম নামের একজন চোরাকারবারি বিএসএফের গুলিতে আহত হয়। পরে ঘটনাস্থল থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ একটি ধারালো হাসুয়া এবং একটি টর্চলাইট উদ্ধার করা হয়েছে।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম জানান, গভীর রাতে ৮-৯ রাউন্ড গুলির শব্দ শুনেছি। সাধারণত উভয় দেশের চোরাকারবারিরা যখন চোরাই পণ্য পাচারের চেষ্টা করে তখন বিএসএফ গুলি করে। গুলিতে একজন আহত হয়েছেন। তিনি চোরাকারবারি নাকি ওয়ার্ড মেম্বার- তা নিশ্চিত করতে পারেননি।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ