17.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

চবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে মারধর

print news

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শফিকুর রহমান মেঘ নামের এক নেতা মারধরের শিকার হয়েছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির উপ-প্রচার সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে চবির কলা ঝুপড়ির পেছনে তাকে মারধর করা হয়।

শফিকুর রহমান ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, এই বর্ষের শিক্ষার্থীদের স্নাতকোত্তর শেষ হয়েছে এক বছর আগেই। তবে শফিকুর সদ্য স্নাতক শেষ করেছেন। গত ১৪ নভেম্বর তার স্নাতক পরীক্ষা শুরু হয়েছিল। বৃহস্পতিবার মৌখিক পরীক্ষার মধ্যে দিয়ে তার পরীক্ষা শেষ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে তিনটার দিকে শফিকুর পরীক্ষা দিয়ে বের হন। তিনি কলা ও মানববিদ্যা অনুষদের সামনে এলে ছাত্রদলের কয়েকজন কর্মী তার পথরোধ করেন। সেখান থেকে শফিকুরকে কলা অনুষদের ঝুপড়িতে নিয়ে মারধর করা। খবর পেয়ে প্রক্টরিয়াল দল সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠায়।

শফিকুরের সহপাঠী এ এইচ সোহান বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে শফিকুরকে মারধর করা হয়েছে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ গণমাধ্যমকে বলেন, ‘পূর্বশত্রুতার জেরে একজন শিক্ষার্থী অন্য আরেকজন শিক্ষার্থীকে মারধর করেছে। আমরা তাকে উদ্ধার করেছি। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সে মোটামুটি সুস্থ হয়ে গেছে। পরে তাকে বাড়িতে পাঠানো হয়েছে।’

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ