33.3 C
Rajshahi
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

ঘরের আড়ায় ঝুলছিল পুলিশ সদস্যের মরদেহ

print news

নিউজ রাজশাহী ডেস্ক : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিজ ঘর থেকে রাকিবুল ইসলাম (২৬) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর উপজেলার কাতলামারী এলাকায় এই ঘটনা ঘটে।

রাকিবুল ওই এলাকার সামসুল ইসলামের ছেলে। তিনি পুলিশের কনস্টেবল পদে ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। ৫২তম পুলিশ কনস্টেবল ব্যাচের সদস্য তিনি।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রকিবুল ঋণগ্রস্ত থাকায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এ ছাড়াও পারিবারিক কলহের জেরে তার স্ত্রী বাবার বাড়িতে থাকতেন।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, রকিবুল ইসলাম নামে এক পুলিশ সদস্য ছুটিতে বাড়িতে আসেন। আজ তার নিজ ঘরের আড়ায় গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা নিশ্চিত হতে পারিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।

তিনি আরও বলেন, নিহত পুলিশ সদস্যের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ