30.9 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

গোপালগঞ্জে সমন্বয়কদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় মামলা

print news

নিজস্ব প্রতিনিধি : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (২৬ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী বাদী হয়ে মামলাটি করেন। এর আগে, শনিবার (২৫ জানুয়ারি) বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সমন্বয়ক ও সাংবাদিকদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুলাই ছাত্র আন্দোলনের বিরোধিতাকারী ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী সোহাগ পরীক্ষা দিতে আসলে সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের কাছে তুলে দিতে চায়। এ সময় সোহাগের অনুসারীরা শিক্ষার্থীদের লক্ষ্য করে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায় এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পক্ষে জয় বাংলা স্লোগান দিতে থাকে। তাৎক্ষণিকভাবে উভয়পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন সহকারী প্রক্টর আসিফ খালেদ।

এ সময় আহত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওমর শরীফ, জসিম উদ্দিন ও সাকিব আহমেদ। এ ঘটনার ছবি তোলার সময় আহত হন বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আতিক ফয়সাল ও দপ্তর সম্পাদক শেখ রাসেল।

এ বিষয়ে সমন্বয়ক জসিম উদ্দিন বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী সোহাগ ৫ আগস্টের পরেও বিশ্ববিদ্যালয়ে এসে নিজেকে ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে আধিপত্য দেখিয়েছে। আজ পরীক্ষা দিতে আসলে সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে। এ সময় ছাত্রলীগের ছেলেরা এসে সমন্বয়কদের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনার নিন্দা জানিয়ে বিচারের দাবি জানাচ্ছি।

হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন আবদুল্লাহ আল আসাদকে প্রধান করে সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জণসংযোগ অধিদপ্তরের পরিচালক মাহাবুবুল আলম।

এদিকে, ক্যাম্পাসে সাংবাদিক এবং সমন্বয়কদের ওপরে হামলার ঘটনায় রোববার ছাত্রলীগ কর্মী শরিফুল ইসলাম সোহাগকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখসহ ২০ জনকে অজ্ঞাত আসামি করে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফয়সাল জামান ফাহিম।

গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, মামলাটি তদন্ত করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ