হৃদয় পারভেজ : রাজশাহী জেলা ডিবির অভিযানে ২৪ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) ভোর সোয়া ৫টার দিকে গোদাগাড়ী মডেল থানাধীন সাহাব্দিপুর গ্রামে অভিযান পরিচালনা করে ২৪ কেজি তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ধোবরা সন্নাসী গ্রামের মেছের আলীর ছেলে মাসুম (২১), একই গ্রামের গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে হোসেন আলী (৩২) ও একই থানার শ্যামপুর মিয়াপাড়া গ্রামের মৃত মুসলিম ফিটুর ছেলে কামাল (৩৮)।
ঘটনা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার ডিবি জানতে পারে গ্রামস্থ রুপা ইট ভাটার উত্তরপার্শ্বের ফাঁকা রাস্তা ASHOKE LEYLAND ট্রাকে করে মাদক ব্যবসায়ীরা গাঁজা নিয়ে গোদাগাড়ী দিকে যাচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে এসআই নাছিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ASHOKE LEYLAND ট্রাকটি গতিরোধ করে ঘেরাও করে তল্লাশি শুরু করলে ট্রাকের সামনের কেবিনের ভিতর থাকা ৬টি প্লাস্টিকের বস্তায় থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করে।
এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।