নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছায় এক নারীর কাছ থেকে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় তিন যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার সলুয়া বাজারে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, খুলনা জেলার লবনচোরা থানার ছাচিবুনিয়া এলাকার মৃত আব্দুল্লাহর ছেলে ইমন (৩০), একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে ইমরান (৩২) ও মনির হোসেনের ছেলে সুমন (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী হালিমা প্রায় আড়াই লাখ টাকা ব্যাংক থেকে নিয়ে অফিসের দিকে যাচ্ছিলেন। এসময় যশোরের দিক থেকে আসা একটি প্রাইভেটকারে তিন যুবক অস্ত্রের মুখে হালিমার টাকা ছিনতাইয়ের চেষ্টা চালায়। টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার পথে তাদের ধাওয়া দিয়ে ধরে ফেলে স্থানীয় জনতা। পরে তাদের মারধর করে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইকারীরা জানিয়েছে যশোর থেকে লুট করা প্রাইভেট কার দিয়েই খুলনায় ছিনতাইয়ে এসেছিলেন তারা। পরে তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেট কার, একটি পাসপোর্ট ও একটি ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়।
চৌগাছা থানার ওসি কামাল হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিন যুবককে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ছিনতাইয়ে ব্যবহৃত প্রাইভেটকারটি সকালে যশোরের সোনাডাঙা এলাকা থেকে ছিনতাই করেছে তারা। দুপুরে সেই গাড়ি দিয়ে খুলনায় ছিনতাই করতে আসে। তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দায়ের হয়েছে। তদন্তে পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।