20.7 C
Rajshahi
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

কুড়িগ্রামে আওয়ামী লীগ নেত্রী শিউলি গ্রেপ্তার

print news

নিজস্ব প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের তুলে নিয়ে মারধরের অভিযোগে করা মামলায় কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতি শিউলিকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে পৌর শহরের মহারানি স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শিউলি কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য, উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন।

পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারানি স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ ও মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, রাম দা ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে।

এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় মতি শিউলিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে শিউলির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সেই মামলা প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ