নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে তিন পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ। এর আগে, শুক্রবার (২৯ নভেম্বর) জেলা পুলিশ লাইনসে মৌখিক পরীক্ষা চলাকালীন তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার তালকনগর গ্রামের মতিন খানের ছেলে মো. ইসমাইল খান, মৃত নাজিম খানের ছেলে নাজমুল হোসেন ও বাবু খানের ছেলে শামীম খান।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ জানান, পুলিশ সদস্য নিয়োগের মৌখিক পরীক্ষা চলাকালীন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি মামলা দায়ের করে আসামিদের হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।