নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেশে অবস্থান সম্পর্কে সঠিক তথ্য থাকলে তাকে গ্রেপ্তার করা হতো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন দমনে ‘গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ’ সংঘটনের অভিযোগের তদন্ত শেষ করতে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই মাস সময় দিয়েছে।
পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও ওবায়দুল কাদের কীভাবে তিন মাস দেশে অবস্থান করলেন এবং পরবর্তীতে কীভাবে বিদেশে চলে গেলেন— সে বিষয়ে আদালত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চেয়েছে। এ বিষয়ে ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, ‘উনি কোথা থেকে জানল যে- (কাদের) তিন মাস বাংলাদেশে লুকায়ে ছিল। আমরা তো জানি না। আমরা যদি জানতাম- অবশ্যই ধরে ফেলতাম। যদি আগে এই খবরটা ওনারা দিতে পারত- উনি ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা অবশ্যই ধরে ফেলতাম। আপনারা বলেন, আপনারা একটা খবর দিছেন- কেউ ওই জায়গায় লুকায়ে আছে, আমরা ধরি নাই- এমন একটা এক্সাম্পল দেন। আমরা কি ছাড় দিচ্ছি?’
পুলিশের পলাতক সদস্যদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “যারা পালিয়ে আছে, তারা আমাদের চোখে ক্রিমিনাল। তাদের যেকোনোভাবে পাওয়া হলে ধরা হবে। আপনারা যদি খবর দিতে পারেন আমরা ধরে ফেলব।"
অনেকে কাজে যোগ দিয়েও মামলার আসামি হওয়ার পর পালিয়ে গেছে, এমন প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘কাজে যোগ দিছিল, তারপর পালায়ে গেছে- এমন সংবাদটা আমার কাছে নাই। তারা কাজে যোগই দেয় নাই। যেমন ধরেন আগের সরকারের প্রধানমন্ত্রীর আত্মীয়-স্বজনের ১৬টা এমপি ছিল, সব কয়টারেই কিন্তু আগে উনি ভাগায়ে দিছে। ওরকম তো এক্ষেত্রেও হইছে।’
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।