30.9 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

ঐক্যবদ্ধ হয়ে সবাইকে দলের জন্য কাজ করার আহ্বান মিনুর

print news

নিজস্ব প্রতিনিধি : অতীতে যা হয়েছে সবকিছু ভুলে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য সবাইকে একসাথে কাজ করার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু। মঙ্গলবার বিকেলে নগরীর জিরোপয়েন্টে অবস্থিত একটি কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে রাজশাহী মহানগর মহিলা দলের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান তিনি।

তিনি আরো বলেন, এ দেশ সবার। গনতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার জন্য আপোষহীন নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া লড়াই সংগ্রাম করেছেন। তিনি কারো সাথে কখনো আপোষ করেননি। তিনিই আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আল্লাহ যেন আমার মা-বোনদের দোয়ায় দেশনেত্রী সুস্থ হয়ে ফিরে এসে দেশের হাল ধরতে পারেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেই ডাকে সাড়া দিয়ে মানুষ যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। আবার স্বৈরশাসক এরশাদের পতন ঘটাতে আমাদের মা দেশনেত্রী মাঠে নেমেছিলেন। তিনি তখনও ছিলেন আপোষহীন। দেশ ও দলের জন্য ঘর থেকে বের হয়ে এসে আন্দোলন করেছিলেন।

এখন আবার খুনি হাসিনার পতনের জন্য আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ১৭ বছর ধরে লড়াই সংগ্রাম করেছেন। এ জাতি কারো কাছে মাথা নত করেনা। আন্দোলনের মাধ্যমে এ জাতি হাসিনার পতন ঘটিয়েছে। পতনের পর হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। পাশের একটি দেশ হাসিনাকে পুনরায় প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তা সফল হবেনা। ম্যাডাম জিয়ার ঘোষণায় আবার আমরা তাদের পরাজিত করতে সক্ষম হবো।
মিনু আরো বলেন, আমি দীর্ঘ ৫১ বছরের রাজনৈতিক জীবনে সবার সাথে মিলে মিশে কাজ করেছি। দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করেছি। সবার খোঁজ খবর রাখার চেষ্টা করেছি। বহু মামলা ও হামলার শিকার হয়েছি। বিগত হাসিনা সরকারের আমলে আমাদের হাজার হাজার নেতাকর্মী প্রাণ দিয়েছেন। ১ লাখ ৬০ হাজার নেতাকর্মীর নামে মামলা হয়েছে। নির্যাতন হয়েছে তারপরও আমরা পালাইনি। হাসিনা পালিয়ে গেছে। খালেদা জিয়া আপোষ না করার জন্য তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি নিজের জীবন বিপন্ন করেও কারো সাথে আপোষ করেননি। তাকে জেলে থাকতে স্লো পয়জনিং করা হয়েছে মেরে ফেলার জন্য। সেটা সফল হয়নি। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন।

তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহবান জানিয়েছেন। যা ভুল হয়েছে সেগুলা পেছনে ফেলে সব নেতাকর্মীকে এক হয়ে কাজ করার জন্য আহবান জানাচ্ছি। আমি আমাদের মায়ের দ্রুত আল্লাহ তায়ালার কাছে সুস্থতা কামনা করছি। আমাদের কোনো কোনো নেতার মাধ্যমে অনেকে অনুপ্রবেশ করে দলে বিশৃঙ্খলা করছে। দলের নেতাদের উদ্দেশ্যে তিনি কাউকে দলে অনুপ্রবেশ না করতে দেওয়ার জন্য অনুরোধ জানান। অনুপ্রবেশকারীরা সুবিধাবাদী। সুবিধাবাদীদের দলে ঠাঁই হবে না। শেষে তিনি মহিলা দলকে আরও শক্তিশালী করার জন্য কাজ করার আহবান জানান।

রাজশাহী মহানগর মহিলা দলের সভাপতি এড. রওশন আরা পপির সভাপতিত্বে ও সেক্রেটারি সখিনা খাতুনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জাহান পান্না, রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানা, মহিলা দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা পারভিন টুকটুকি, সাবেক যুবদল নেতা আবুল কালাম আজাদ সুইট, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান জনি, মহিলা দলের সহসভাপতি নুরজাহান, মহিলা দলের আইন বিষয়ক সম্পাদক রাজশাহী আদালতের পিপি সিফাত জেরিন তুলি, মহিলা দলের কেন্দ্রীয় সদস্য গুলসান আরা মমতা, সাংগঠনিক সম্পাদিকা জরিনা খাতুন, রাজশাহী মহানগর মহিলা দলের ক্রীড়া সম্পাদিকা নাজরিন আক্তার বিথিসহ অন্যন্য নেতৃবৃন্দ। এ দোয়া অনুষ্ঠানে মহিলা দলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অঅংশগ্রহণ করেন। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ