27.1 C
Rajshahi
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

এক বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

print news

নিজস্ব প্রতিবেদক : এক বছর পর বেনাপোল দিয়ে ছয় বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তারা হলেন, বাগেরহাটের রামপাল থানার ঠেঙ্গামারী গ্রামের জব্বার সরদারের ছেলে রাজু সরদার (৩১), একই থানার কামরাঙ্গা গ্রামের মৃত্যু জিন্দার আলী খানের ছেলে ইসরাত খান (৪৮), একই গ্রামের হাসান শিকারির ছেলে মোহাম্মদ আলী শেখ (২১), আব্দুর রশিদের ছেলে বাবুল রশিদ (৪১), শ্রী পালতলা গ্রামের মৃত্যু মজিদ শেখের ছেলে ইলিয়াস শেখ (৫১) ও বানসাতালী গ্রামের শেখ মুকাসের আলীর ছেলে শেখ রাসেল (৩৬)।

ফেরত আসা রাজু সরদার বলেন, ২০২৩ সালের ২৩ ডিসেম্বর মাছ ধরার সময় নদী থেকে আমাদের আটক করে ভারতীয় কোস্টগার্ড দমদম থানায় সোপর্দ করে। অবৈধ অনুপ্রবেশ দেখিয়ে আদালতে নিলে বিচারক আমাদের প্রত্যেককে এক বছর করে সাজা দেন। দমদম সেন্ট্রাল কারাগারে এক বছর সাজা ভোগ শেষে শনিবার দেশে ফেরত পাঠায়।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঁইয়া জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, ফেরত আসাদের আইনগত প্রক্রিয়া শেষে নিজ নিজ বাড়িতে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ