আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি : পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল গত ২০২৩ সালে ২২ ডিসেম্বর (শুক্রবার) থেকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ট্রেনটি বন্ধের কারনে চরম ভোগান্তিতে পরেছেন নিম্ন আয়ের মানুষ। ট্রেনটি আবার চালুর দাবি জানিয়েছেন নিম্ন আয়ের মানুষেরা।
দীর্ঘ এক বছর উত্তরা এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকায়-চরম ভোগান্তিতে পরেছে নিম্ন আয়ের মানুষেরা। তাই ট্রেনটি পুনরায় চালুর দাবি শনিবার (৪ জানুয়ারি) বিরকুৎসা স্টেশন এলাকার সর্বস্তরের জনসাধারনেরর ব্যানারে বিকাল ৪টায় রাজশাহী ও নাটোর জেলার সীমান্ত ঘেঁসা নলডাঙ্গার বিরকুৎসা রেলওয়ে স্টেশন প্লার্টফমে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন রাজশাহীর বাগমারার শান্তুিপুর, গপিনাথপুর, বনগ্রাম,কাতিলা,নখোপাগাও নাটোরের নলডাঙ্গার দূলভপুর, সাধনগর, গৌরীপুর, মহিষডাঙ্গাসহ বিভিন্ন এলাকার শতশত জনসাধারন অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল গত ২০২৩ সালে ২২ ডিসেম্বর (শুক্রবার) থেকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ট্রেনটি বন্ধের কারনে চরম ভোগান্তিতে পরেছেন নিম্ন আয়ের মানুষ। ট্রেনটি আবার চালুর দাবি জানিয়েছেন নিম্ন আয়ের মানুষেরা।
উত্তরা এক্সপ্রেস ট্রেনটি ভোর চারটায় পার্বতীপুর থেকে ছেড়ে এসে আত্রাই-বিরকুৎসা-মাধনগর-নলডাঙ্গা-নাটোর ও আবদুলপুর জংশন হয়ে রাজশাহীতে পৌঁছে। দুপুর পৌনে ১২টায় আবার রাজশাহী থেকে পার্বতীপুরের উদ্দেশে ছেড়ে যায়।
ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে ট্রেনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একদিকে যেমন অন্য ট্রেনে বাড়তি চাপ বেড়েছে,অন্যদিকে বিকল্প হিসেবে চলাচল করতে গিয়ে বেশি ভাড়া গুনতে হচ্ছে নিম্ন আয়ের যাত্রীদের। তারা আরও বলেন,আমাদের বীরকুৎসা থেকে নাটোর যাওয়া-আসা ভাড়া লাগে ৩০টাকা। কিন্তু উত্তরা ট্রেনটি বন্ধের কারণে সিএনজিতে খরচ পরে ১২০ টাকা। এতে অনেক খরচ হয়। আমাদের মতো নিম্ন আয়ের মানুষের যাতায়াতের স্বার্থে রেলওয়ে কর্তৃপক্ষের উচিত ট্রেনটি আবার চালু করা।
মানববন্ধনে বক্তব্য রাখেন,খাজুরা ইউ,পির সাবেক চেয়ারম্যান ও খাজুরা ইউ,পি বিএনপির সাধারন সম্পাদক শেখ জহুরুল ইসলাম ভুট্টু,
বীরকুৎসা স্টেশন বাজার বনিক সমিতির সভাপতি মোঃ শামছুজ্জামান বিদ্যুত,সমাজসেবক ডা.মাহামুদুল রহমান,বীরকুৎসা রেলওয়ে স্টেশনের ইমাম মোঃ বায়েজিদ হোসেন,অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী আব্দুস সাত্তার,বীরকুৎসা স্টেশনের লেবার সরদার শাহারুল ইসলাম,যোগীপাড়া ইউ,পির সাবেক ইউ,পি সদস্য আব্দুল কুদ্দুস সরদারসহ প্রমূখ।