নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং সংগ্রামী মুসলিম জনতা। শুক্রবার দুপুরে শহরের ইটেরপুল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মুসল্লিরা। পরে শকুনি লেকেরপাড়ে জড়ো হন তারা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলার আলেম সমাজের প্রতিনিধিরা।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের পরাজিত শক্তি সনাতন ধর্মাবলম্বীদের একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। এর অংশ হিসেবে দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে ইসকন। তাই ইসকনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডে জড়িতদের বিচারের দাবি জানান বক্তারা।
একই সঙ্গে পতিত ফ্যাসিবাদী ও তাদের প্রভুদের পাতানো সাম্প্রদায়িক উসকানির ফাঁদে পা না দিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহবান জানান তারা।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।