অনলাইন ডেস্ক : ইউক্রেনের একটি মিগ-২৯ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে রুশ বাহিনী। রোববার (৫ জানুয়ারি) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কিয়েভের বাহিনী ব্র্যাডলি যুদ্ধযানসহ বেশ কয়েকটি পশ্চিমা সাঁজোয়া যানও হারিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ১৭টি পাল্টা হামলা প্রতিহত করা হয়েছে। শত্রুরা ৪১০ জনেরও বেশি সেনা, জার্মানিতে তৈরি দুটি লেপার্ড ট্যাঙ্ক, একটি পদাতিক যুদ্ধ যান এবং রাশিয়ার দোনেৎস্ক পিপলস রিপাবলিকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি এম১১৩-সহ তিনটি সাঁজোয়া গাড়ি হারিয়েছে। কিয়েভে ব্রিটেনে তৈরি ১০৫ মিলিমিটারের এল-১১৯ কামানও ধ্বংস করা হয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইউক্রেনে সামরিক অভিযান শুরুর আগে সোভিয়েত আমলের বিপুল সংখ্যক মিগ-২৯ যুদ্ধবিমান কিয়েভে সরবরাহ করেছিল মস্কো। পোল্যান্ডও ২০২৩ সালে ইউক্রেনকে সোভিয়েত আমলের বেশ কয়েকটি যুদ্ধবিমান সরবরাহ করেছিল।
তবে গত ডিসেম্বরে পোল্যান্ডের উপ-প্রতিরক্ষামন্ত্রী পাওয়েল জালেউস্কি বলেন, নিজেদের জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস না করে অবশিষ্ট যুদ্ধবিমানগুলো কিয়েভকে দেওয়া হবে না।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সঙ্গে সংঘাত বেড়ে যাওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইউক্রেনকে ১০০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অস্ত্র, সরঞ্জাম ও গোলাবারুদ দিয়েছে। মস্কো বারবার উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা সম্পর্কে সতর্ক করে বলেছে, কোনো ধরণের অস্ত্র সরবরাহই যুদ্ধক্ষেত্রের ফলাফল পাল্টাতে পারবে না।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।