অনলাইন ডেস্ক : ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানে ইউরোপীয় ইউনিয়ন কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে বিকেল সোয়া ৫টার দিকে শেষ হয়।
বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও আরও উপস্থিত ছিলেন- দলটির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশগুলোর মধ্যে ইতালি, ডেনমার্ক, নরওয়ে, জার্মানি, স্পেন ও সুইডেনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।