নিউজ রাজশাহী ডেস্ক : আজ ২ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ সকাল সাড়ে ১০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সের নব নির্মিত ব্যারাকে “পুলিশ লাইন্স ক্যান্টিন’’ এর উদ্বোধন করেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান।
উদ্বোধন শেষে পুলিশ কমিশনার ক্যান্টিন পরিদর্শন করেন। ক্যান্টিনটি অত্যাধুনিক সুযোগ-সুবিধায় সজ্জিত। এখানে বিভিন্ন প্রকার নিত্য প্রয়োজনীয় জিনিসসহ খাবার ব্যবস্থা থাকবে।
এই নতুন ক্যান্টিনে পুলিশ সদস্যদের সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যকর খাবার সরবরাহ করবে। স্বাস্থ্যকর পরিবেশে পরিচালিত এই ক্যান্টিনের খাবারের মান ও পরিসেবা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হবে।
ক্যান্টিন উদ্বোধন এ সময় আরও উপস্থিত ছিলেন আরএমপি’র বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব অনির্বান চাকমা, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব কে, এম আরিফুল হক, বিপিএম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ফোর্স) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব বিভূতি ভূষন বানার্জী, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীন এবং আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।