অনলাইন ডেস্ক : সৌদি আরবের জেদ্দায় চলছে আইপিলের মেগা নিলাম। দুই দিনব্যাপী এই নিলামের প্রথম দিন আজ। প্রথম দিনে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। অজি এই অলরাউন্ডারকে দলে ভেড়াতে ৪ কোটি ২০ লাখ রূপি খরচ করতে হয়েছে পাঞ্জাবকে।
ম্যাক্সওয়েল অনেকটা পাঞ্জাবের ঘরের ছেলে। এর আগে দুই দফায় ৫ মৌসুম পাঞ্জাবের হয়ে খেলেছেন এই মারকুটে ব্যাটার। সবশেষে আসরে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালুরুর হয়েছে খেলেছিলেন তিনি। অবশেষে আবারও পাঞ্জাবেই ফিরলেন ম্যাক্সওয়েল।
এই নিলামে শ্রেয়াস আইয়ারকে ২৬ কোটি ৭৫ লাখ রূপিতে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস। যা ছিল আইপিএল ইতিহাসে সর্বোচ্চ। তবে এই রেকর্ড টিকেনি ৩০ মিনিটও। তার রেকর্ড ভেঙেছেন ঋষভ পন্থ।
ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটারকে ২৭ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে লখনউ সুপার জায়ান্টস। যা আইপিএল ইতিহাসে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড। ধারণা করা হচ্ছে, এটাই এবারের আইপিএল নিলামের সর্বোচ্চ দাম হবে।
আইপিএলের দুই দিনব্যাপী মেগা নিলামে উঠবেন ৫৭৭ জন ক্রিকেটার। আজ তোলা হবে মাত্র ৮৪ জনকে। নিলাম থেকে মোট ২০৪ জন ক্রিকেটারকে কিনতে পারবে ১০টি দল। তাদের মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটার হতে পারেন।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।