রাবি প্রতিনিধি দুর্জয় : ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডকে অযথা শক্তি ক্ষয় বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবি চত্তরে আয়োজিত “সকল ধর্ম-বর্ণের মানুষের সম্মিলিত ঐক্যে শপথ পাঠ ও সম্প্রীতি সমাবেশ” শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, এই দেশের মানুষ আন্তঃধর্ম সম্প্রীতি সম্পন্ন, তাদের এই মাটিতে, এই দেশের আলো-বাতাসে বেড়ে ওঠার কারণেই তাদের ভিতরে যে আবেগ এবং অনূভুতির সৃষ্টি হয়েছে তার কারণে অন্তর্গত যে অসাম্প্রদায়িক আচরণ এটা থেকে বের হয়ে যাবে না। আপনারা আপনাদের মতো খোঁচাচ্ছেন,আপনারা অচিরেই দেখবেন যে এই খোঁচাখুচিতে খুব একটা কাজ হচ্ছে না,কাজ হয়নি এবং আমার খুব দৃঢ় বিশ্বাস যে কোন কাজ হবেও না। আপনারা আসলে আপনাদের শক্তি ক্ষয় করছেন।আমরা বাংলাদেশী,বাংলাদেশের মানুষ, সকল ধর্মের মানুষ। আপনারা আপনাদের মতো ফাঁদ পাততে থাকুক, নিজেদের ছোট করতে থাকুন,আমারা আমাদের জায়গা থেকে সরবো না ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমরা যেভাবে বড় হয়েছি,আমরা এই দেশটাকে যেভাবে দেখেছি, তাতে অন্তত আমাদের প্রজন্মে এই ধরনের আয়োজন যে প্রয়োজন হচ্ছে সেটাই চিন্তা করতে খারাপই লাগে আরকি।কারণ এই শপথ বাক্যে যে সমস্ত কথাবার্তা লেখা আছে,বাংলাদেশের বিপুল পরিমাণ মানুষ কোন ধরণল শপথ না করেও আজীবন এগুলো মেনে আসছে।এবং সচেতনভাবে আমাদের কখনো অস্প্রদায়িক প্রমাণ করা প্রয়োজন পড়েনি।
কিন্তু আজকে একটা বিশেষ প্রেক্ষাপটে আমাদের এই প্রিয় মাতৃভূমি নানান দিক থেকে আক্রান্ত হচ্ছে। এবং এটা আমাদের ওপর খুব অন্যায় হচ্ছে। আমারা যা না তাই বলা হচ্ছে এবং বেশ জোরেসোড়েই বলা হচ্ছে, কাজেই একটা প্রতিবাদের প্রয়োজন আছে।এবং এই শপথ বাক্য পাঠ একটা আনুষ্ঠানিকতা, আমি বিশ্বাস করি কোটি কোটি মানুষ আছেন, আমরা এখানে যে বাক্যগুলো পড়বো মনে-প্রাণে ধারণ করে।
বক্তব্য শেষে জাতির শান্তি, সৌহার্দ্য, ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের স্বাধীনতা এবং মর্যাদা রক্ষারয়ে বিভিন্ন ধর্ম, বর্ণ, গোত্র ও মতাদর্শের শিক্ষক-শিক্ষার্থীদেী শপথ বাক্য পাঠ করান তিনি।
শপথ বাক্য পাঠে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. ফরিদ উদ্দিন খান,রেজিস্ট্রার ড. ইফতেখারুল আলম মাসউদ,ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।