নিজস্ব প্রতিবেদক : অর্থাভাবে নিজ জমির পাকা ধান কেটে ঘরে তুলতে না পারা দেশের অজস্র অসহায় প্রান্তিক কৃষকের পাকা ধান কেটে সাহায্য করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্যরা।
শুক্রবার (২৯ নভেম্বর) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ২ জন দরিদ্র কৃষকের ধান কেটে ও মাড়াই করে সহযোগিতা করেছেন উপজেলার আনসার ও ভিডিপির নিবেদিতপ্রাণ সদস্যরা।
পাখিয়ালা গ্রামের বাসিন্দা আব্দুল ওয়াহাব এর ১৬ শতক এবং সদর ইউনিয়নের মাহমুদুর রহমানের ১৫ শতক জমির পাকা ধান কাটা ও মাড়াই করে সাহায্য করেছেন আনসার ভিডিপির প্লাটুনভুক্ত সদস্যরা, উপজেলা কোম্পানি কমান্ডারসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের দলনেতা- দলনেত্রী।
আনসার বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী দেশের মানুষের সামাজিক সুরক্ষা ও আর্থ সামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে আনসার- ভিডিপি। এরই অংশ হিসেবে মৌলভীবাজারের আনসার- ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) এনামুল খাঁনের তত্ত্বাবধানে এবং বড়লেখা উপজেলা আনসার ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাহের মিয়া ও উপজেলা প্রশিক্ষিকা ফাতেমা বেগমের সমন্বয়ে মহতী এই উদ্যোগ গ্রহণ করা হয়।