অনলাইন ডেস্ক : মুত্যুর ছয় বছর পর প্রকাশিত হয়েছে রক কিংবদন্তি আইয়ুব বাচ্চুর নতুন গান। ব্যান্ড সংগীত দিবস (১ ডিসেম্বর) উপলক্ষে প্রকাশ পেল আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান ‘ইনবক্স’। ইউটিউব, আইটিউনস, স্পটিফাইসহ বেশকিছু প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে এটি।
আজ থেকে ৬ বছর আগে প্রয়াত হয়েছেন ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। মৃত্যুর আগে তিনি বেশকিছু গান রেকর্ড করেছিলেন। তবে সেগুলো প্রকাশ করে যেতে পারেননি। সেই অপ্রকাশিত গানগুলো থেকে নতুন প্রকাশনার পরিকল্পনা নিয়েছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। এই প্রচেষ্টার অংশ হিসেবে ‘মুহূর্তের মুহূর্তগুলো’ অ্যালবামে প্রকাশ পেল ‘ইনবক্স’ গানটি। গানটির লিরিক লিখেছেন নিয়াজ আহমেদ অংশু। সুর ও সংগীত করেছেন আইয়ুব বাচ্চু। মিউজিক ভিডিও বানিয়েছেন সাংবাদিক, উপস্থাপক ও সুরকার তানভীর তারেক।
গানটি প্রকাশের পর স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অংশু লিখেছেন, ‘ইনবক্স গানটা লেখার সময়কাল ২০১৪। অনেকটা আজকের এই সোশ্যাল মিডিয়া নির্ভর একটা সোসাইটি যে কতটা শক্তিশালী হয়ে উঠতে পারে আমাদের জাগতিক জীবনের চেয়েও সেই ভাবনা থেকে।’
সেসময় ‘মুহূর্তের মুহূর্তগুলো’ অ্যালবামটির পাশাপাশি আরও কিছু গান তৈরির পরিকল্পনা ছিল আইয়ুব বাচ্চুর। এই কথা জানিয়ে গীতিকবি অংশু বলেন, ‘মুহূর্তের মুহূর্তগুলো অ্যালবামের আরও বেশকিছু গানের পাশাপাশি এই গানটিও (ইনবক্স) বাচ্চু ভাই তখন রেকর্ড করেন। কথা ছিল, আমার লেখা অ্যালবামের কাজ শেষ হবার পর উনি বাপ্পী ভাইয়ের (গীতিকার বাপ্পী খান) লেখা গান নিয়ে আরেকটা অ্যালবাম করবেন। এই জন্য বাপ্পী ভাইকে একটা খাতা দিয়েছিলেন যেন গানগুলো সেই খাতায় বাপ্পী ভাই লিখতে শুরু করেন। আমার জানামতে শিবলী ভাইয়ের (কবি-গীতিকার লতিফুল ইসলাম শিবলী) একটা গানও বাচ্চু ভাই সুর করে রেখে যান। কখনও ভাবিনি বাচ্চু ভাই এভাবে হুট করে চলে যাবেন। উনি চলে যাবার সাথে সাথে আমার ইনবক্সে কিছু গানের ডেমো ভার্সন ছাড়া বাকি গানগুলোও হারিয়ে যায়।’
অবশেষে ব্যান্ড এলআরবি’র গিটারিস্ট আবদুল্লাহ আল মাসুদের মাধ্যমে সেই হারিয়ে যাওয়া গানগুলোর খোঁজ পান অংশু। তিনি বলেন, ‘বছরখানেক আগে যখন মাসুদ বাচ্চু ভাইয়ের স্টুডিওর হার্ড ড্রাইভটা ভালো করে চেক করে তখন ‘মুহূর্তের মুহূর্তগুলো’ নামে ফোল্ডারটা খুঁজে পায়, খুঁজে পায় গানগুলো। কিছু আংশিক মিক্সড করা কিছু একেবারেই ড্রাফট স্ক্র্যাচ। আমি আশাবাদী হয়ে উঠি যাক গানগুলো শুনতে পাব ভেবে।’
অংশু আরও বলেন, ‘বেশিরভাগ গীতিকার-সুরকার গান সৃষ্টি করে একেবারেই মনের তাগিদে। কিন্তু সেই গানগুলো যখন মানুষের কাছে পৌঁছায় না সেটা তখন তাদের মনের ওপর একটা বিশাল বোঝা হয়ে বসে থাকে। যারা গানের মানুষ তারা বুঝবে সেই বোঝাটা কতটা ভারি। খুব ভালো লাগছে বাচ্চু ভাইয়ের শেষ সলো প্রজেক্টের একটা গান অবশেষে সবাই শুনতে পাবে।’
প্রসঙ্গত, দেশের রক সংগীতকে নানাভাবে সমৃদ্ধ করেছেন আইয়ুব বাচ্চু। ১৯৯১ সালে তার হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল ব্যান্ড ‘এলআরবি’। সংগীতজীবনে ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’, ‘একদিন ঘুমভাঙা শহরে’, ‘চল বদলে যাই’, ‘এখন অনেক রাত’, ‘বারো মাস’, ‘হাসতে দেখ গাইতে দেখ’র মতো বহু গান উপহার দিয়েছেন এই রকস্টার। ২০১৮ সালের ১৮ অক্টোবর না ফেরার দেশে উড়াল দেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।