নিজস্ব প্রতিনিধি : ধর্ষণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে নওগাঁর মহাদেবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় বাসষ্ট্যান্ড মাছের মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুহাম্মদ আব্দুল্লাহ, মেহেদী হাসান, মুহাম্মদ মাহবুবুর রহমান প্রমূখ।
মানববন্ধনে বক্তারা খুন, ধর্ষণ, চুরি-ডাকাতিসহ বিভিন্ন চাঁদাবাজীর তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে এসব অপরাধের সাথে জড়িতদের করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।