17.6 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায়; শাস্তির দাবিতে মানববন্ধন

print news

নিউজ রাজশাহী ডেস্ক : রাজশাহীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য সহ তার পরিবারকে ডেকে নিয়ে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্য হামলার ঘটনায় স্থানীয় ভূমিদস্যুদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে অবসর প্রাপ্ত সশস্ত্রবাহীনী ঐক্য জোট বাংলাদেশ রাফা সোসাইটি রাজশাহী শাখার সদস্যরা।

বৃহস্পতিবার ২৩ জানুয়ারি, বেলা সাড়ে ১০ টায় নগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে পুলিশ কমশিনার বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন ভুক্তভোগী সাবেক সেনা পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী সেনা সদস্য সাইফুল ইসলাম জানান, গত ৮ জানুয়ারি রাজশাহী নগরীর দড়িখরবোনা এলাকায় অবস্থিত তার পৈত্রিক জমিতে ভাই ও ভাবিকে সাথে নিয়ে গেলে সেখানে দেখতে পান মামলা চলমান জমিতে প্রাচীর দেয়া হচ্ছে। এসময় স্থানীয় প্রভাবশালী পিটার ও স্বপন সহ তাদের অনুসারীরা অতর্কিত হামলা চালায় সাবেস এই সেনা সদস্যের উপর। এই ঘটনায় তিনি শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছেন।

পরবর্তিতে তিনি বোয়ালিয়া থানায় মামলা করেলেও এখন পর্যন্ত পুলিশ কোন ব্যবস্থা না নেয়ায় আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং এখনও সাবেক সেনা সদস্য ও তার পরিবারের সদ্যদের হুমকি দিয়ে যাচ্ছেন।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ