25.2 C
Rajshahi
মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

অপারেশন ডেভিল হান্টকে সফল করতে রাজশাহী বিভাগীয় পুলিশ অফিসারদের নিয়ে রাজশাহীতে আইজিপি মতবিনিময় সভা

print news

নিউজ রাজশাহী ডেস্ক : বিভাগে কর্মরত বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নিয়ে আইজিপি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

আজ সোমবার বিকালে আরএমপির কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জনাব বাহারুল আলম।

এর আগে আইজিপি আরএমপি সদর দপ্তরে পৌঁছালে তাঁকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) জনাব মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমানের নেতৃত্বে একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান।

সভায় রাজশাহীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ নগরীর নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় আইজিপি বর্তমানে সারাদেশের অস্থিতিশীলতা প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ ফলপ্রসূ করতে পুলিশ অফিসারদের দিকনির্দেশনা প্রদান করেন।

এর আগে সকাল সাড়ে ১১ টায় তিনি রাজশাহী জেলা প্রশাসনের কার্যালয়ে রাজশাহী’র আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন। আরএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, রাজশাহী জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম ও রাজশাহীর বিভাগীয় পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার প্রমুখ। এর আগে সাংবাদিকরা রাজশাহীবাসীর উদ্বেগ ও অসন্তোষের বিষয়গুলো উপদেষ্টার নিকট স্পষ্টভাবে তুলে ধরেন।

বিশেষ করে শহীদ আলী রায়হান মামলার আসামিদের এখনো গ্রেফতার না হওয়া ও রাজশাহীতে চলমান চাঁদাবাজি, সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিত গুজব উল্লেখযোগ্য। স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার জন্য পদক্ষেপ নেয়া হয়েছে। যারা স*ন্ত্রা*সী কর্মকাণ্ড ও অপপ্রচারের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ