14.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

অপহরণের দুই দিন পর বাউফলের সেই ব্যবসায়ীকে উদ্ধার, গ্রেপ্তার ৫

print news

নিজস্ব প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টি এলাকার অপহৃত ব্যবসায়ী শিবু বনিককে (৭৬) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে বাউফল থানা কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ। এর আগে রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কচুয়া এলাকা থেকে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে শিবু বনিককে উদ্ধার করা হয়।

এদিকে গ্রেপ্তাররা হলেন- মো. মাসুদ শরীফ (২৪), মো. মিরাজ মৃধা (২০), জহির প্যাদা (২৭), বিধান চন্দ্র মিস্ত্রী (২২), মো. মাহফুজ (১৬)।

থানা সূত্রে জানা গেছে, ডাকাত দল চন্দ্রদ্বীপ ইউনিয়ন থেকে নৌকা ভাড়া করে গত ৩ জানুয়ারি রাতে কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টি প্রবেশ করে। এ সময় শিবু বনিকের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে অস্ত্রের মুখে দোকানের কর্মচারীদের জিম্মি করে। পরে শিবু বনিককে তুলে নিয়ে যায়। ওই রাতেই তাকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউপির কুচয়া চরের একটি পরিত্যক্ত বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে শিবু বনিককে দুই দিন আটকে রেখে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। সবশেষ রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কচুয়া এলাকায় যৌথ অভিযানে ব্যবসায়ীকে উদ্ধারে সক্ষম হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, কচুয়া চরের একটি পরিত্যক্ত বাসা থেকে শিবু বনিককে উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাউফল থানায় মামলা দায়ের হয়েছে। আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ